রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা
উত্তরসূরি না রেখেই প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করলেন মিশেল আউন
সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেছেন লেবাননের বিদায়ী প্রেসিডেন্ট মিশেল আউন। দেশটির পার্লামেন্ট তার একজন উত্তরসূরি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার একদিন পর ছয় বছরের মেয়াদ পূর্ণ করে দায়িত্ব ত্যাগ করলেন লেবানন সেনাবাহিনীর সাবেক এই খ্রিস্টান কর্মকর্তা।
বৈরুতের বাবদা প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করার সময় কয়েক হাজার উৎসুক জনতা প্রেসিডেন্ট আউনকে বিদায় জানান। তারা ফ্রি প্যাট্রিওটিক মুভমেন্টের নেতা আউনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
২০১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী ৮৯ বছর বয়সি এই নেতা উপস্থিত জনতার উদ্দেশে বলেন, "লেবানন এমন একটি সময়ে প্রবেশ করছে যখন দেশকে বাঁচাতে প্রচুর পরিশ্রম করতে হবে।পরিশ্রম ছাড়া আমরা আমাদের কষ্ট দূর করতে পারব না।"
এর আগে গত এক মাসে লেবাননের পার্লামেন্ট একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চার দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।প্রধানমন্ত্রী নাজিব মিকাতির নেতৃত্বে গত ছয় মাস ধরে একটি অন্তর্বর্তী সরকার লেবানন পরিচালনা করছে। প্রধানমন্ত্রী মিকাতি দেশের জন্য একটি স্থায়ী সরকার গঠনের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন।
বিদায়ী প্রেসিডেন্ট আউন প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করার সময় বলেছেন, তিনি মিকাতি সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ অবস্থায় মিশেল আউনের ক্ষমতা ত্যাগ তীব্র রাজনৈতিক সংকটে জর্জরিত লেবাননে ক্ষমতার শূন্যতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।