ইস্তাম্বুল বিস্ফোরণের প্রধান সন্দেহভাজনকে আটক করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i115882-ইস্তাম্বুল_বিস্ফোরণের_প্রধান_সন্দেহভাজনকে_আটক_করেছে_তুরস্ক
তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল (রোববার) সন্ধ্যায় যে বোমা হামলা হয়েছে তাতে প্রধান সন্দেহভাজন হিসেবে এক মহিলাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্ক ওই হামলার জন্য সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি-কে মূল পরিকল্পনাকারী বলে বিবেচনা করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০২২ ২০:০৪ Asia/Dhaka
  • আটক প্রধান সন্দেহভাজন নারী
    আটক প্রধান সন্দেহভাজন নারী

তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল (রোববার) সন্ধ্যায় যে বোমা হামলা হয়েছে তাতে প্রধান সন্দেহভাজন হিসেবে এক মহিলাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্ক ওই হামলার জন্য সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি-কে মূল পরিকল্পনাকারী বলে বিবেচনা করছে।

আজ সকালের দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু আটক নারী এবং আরো কয়েকজনের ছবি দেখান। তিনি বললেন, ওই নারীকে গোপন আস্তানা থেকে ইস্তাম্বুল বলে পুলিশ আটক করেছে। তুরস্কের গণমাধ্যম পুলিশের অভিযান এবং গ্রেফতারের ভিডিও প্রকাশ করেছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ছেড়ে পালানোর আগেই পুলিশের ঝটিকা অভিযানে বোমা হামলার সংগঠক আটক হয়। তুর্কি মন্ত্রী জানান, বিস্ফোরণের সাথে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুল শহরের সবচেয়ে জনবহুল ইসতিকলাল সড়কে এই বোমা হামলা হয়। এই সড়কে সবচেয়ে বেশি পর্যটক সব সময় ভিড় করেন।

এদিকে, রাশিয়ার কনসাল জেনারেল বলেছেন, আহত ৮১ জনের মধ্যে তিনজন রাশিয়ার নাগরিক তবে তাদের কারোরই জীবনের হুমকি নেই।#

পার্সটুডে/এসআইবি/১৪