সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত: ইরানের ভাইস প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i118064-সৌদি_আরবের_সঙ্গে_আলোচনা_শুরু_করতে_তেহরান_প্রস্তুত_ইরানের_ভাইস_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি
    সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত রয়েছে।

ব্রাজিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাতের পর তিনি আজ ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

২০১৬ সালে তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদে অবস্থিত সৌদি কনস্যুলেটে কিছু ব্যক্তির হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। তবে দুই দেশই আবারও সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কাজ করছে। ইরাকের মধ্যস্থতায় এ পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা আবারও শুরু হওয়া দরকার। সৌদি আরবও আলোচনার মাধ্যমে দুই পক্ষের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটাতে চায়।

তিন জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্কের ধরণ গোটা অঞ্চলের ওপর প্রভাব রাখে। যেসব বিষয়ে উদ্বেগ রয়েছে সেগুলোর প্রত্যেকটি একে একে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিৎ বলে মনে করেন সৌদি মন্ত্রী।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।