জে. সোলাইমানি দায়েশ ও ইসরায়েল-বিরোধী লড়াইয়ের 'মহান নেতা'
(last modified Wed, 18 Jan 2023 05:06:10 GMT )
জানুয়ারি ১৮, ২০২৩ ১১:০৬ Asia/Dhaka
  • জে. সোলাইমানি দায়েশ ও ইসরায়েল-বিরোধী লড়াইয়ের 'মহান নেতা'

লেবাননের ইসলামি প্রতিবাদ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির প্রশংসা করে বলেছেন, জেনারেল সোলায়মানি ছিলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং ইহুদিবাদী ইসরাইল-বিরোধী লড়াইয়ের মহান নেতা। এই আইকনিক কমান্ডার দায়েশকে পরাজিত করেছেন এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারি কার্যক্রম বন্ধ করেছেন।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ রাজধানী বৈরুত থেকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া বক্তৃতায় এ কথা বলেন। জেনারেল সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাইয়েদ নাসরুল্লাহ এই বক্তব্য দেন।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, জেনারেল সোলাইমানি স্থান ও কাল অতিক্রম করেছেন এবং তিনি এখন শুধুমাত্র ইরানি জাতির কমান্ডার নন, সারা বিশ্বের সেনানায়ক তিনি। এই মহান সেনানায়ক শুধু ইরাক, ইরান অথবা সিরিয়ার শহীদ নন বরং তিনি সারা বিশ্বের শহীদ। দায়েশ বিরুদ্ধে লড়াইয়ের তিনি একজন মহান নেতা এবং ইহুদিবাদী ইসরাইলকে দেয়ালের ভেতরে তিনি বন্দি করতে সক্ষম হয়েছেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ ও  শহীদ জে. সোলাইমানি

 

জেনারেল সোলাইমানির লড়াইয়ের কারণে মার্কিনীরা মধ্যপ্রাচ্যের দখলদারিত্ব কায়েম করতে বাধার মুখে পড়েন বলেও হাসান নাসরুল্লাহ উল্লেখ করেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের এই কমান্ডার প্রতিরোধকামী অক্ষ শক্তির জন্য যোগাযোগের সেতুবন্ধন ছিলেন।

সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, জেনারেল সোলাইমানির নৈতিক শক্তি এবং অসম সাহস হলো তার সবচেয়ে বড় চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সাথে যারা কাজ করেছেন তারা সবাই এই বৈশিষ্ট্যে উদ্বুদ্ধ ছিলেন। প্রতিটি প্রজন্মে জেনারেল সোলাইমানির মতো সাহসী কমান্ডার দরকার যার উপস্থিতি যুদ্ধের ময়দানের গতিপ্রকৃতি পাল্টে দেবে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ