ইউক্রেনকে আয়রন ডোম দেয়ার ব্যাপারে মুখ খুললেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i119302-ইউক্রেনকে_আয়রন_ডোম_দেয়ার_ব্যাপারে_মুখ_খুললেন_নেতানিয়াহু
ইউক্রেনকে আয়রনডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখা হবে বলে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইউক্রেনকে আয়রন ডোম দেয়ার ব্যাপারে মুখ খুললেন নেতানিয়াহু

ইউক্রেনকে আয়রনডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখা হবে বলে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন।

একই সঙ্গে তিনি বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সঙ্গে তিনি কোনো রকমের সংঘাত চান না।নেতানিয়াহু ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক সরঞ্জামাদি দেয়ার বিষয়ে বলেন, “আমি বিষয়টি খতিয়ে দেখব এবং যতটা পারি সর্বোত্তম উপায়ে বিষয়টি বিবেচনার চেষ্টা করব।”

গতকাল (শনিবার) ফ্রান্সের নিউজ চ্যানেল এলসিআই-কে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।তিনি বলেন, “সিরিয়ার আকাশে ইসরাইল ও রাশিয়ার বিমান খুব কাছাকাছি ওড়াউড়ি করে। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে কোনো অবস্থাতেই সংঘাতে জড়াবে না ইসরাইল। ইউক্রেনে অস্ত্র দিলে কোনো পক্ষের স্বার্থই রক্ষা হবে না।”

নেতানিয়াহু দাবি করেন‌, “সিরিয়ায় ইরানের সামরিক অবস্থান ধ্বংস করার জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইসরাইল। ফলে আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে যা অন্য দেশকে ভাবতে হয় না। তবে আমরা আরো অনেক উপায়ে ইউক্রেনেকে সমর্থন জানাতে পারি।”

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি ইহুদিবাদী ইসরাইলের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করার দাবি জানিয়ে আসছে। তবে ইসরাইল এ পর্যন্ত আত্মরক্ষামূলক সরঞ্জামাদি যেমন গ্যাস মাস্ক, ফ্ল্যাক জ্যাকেট এবং হেলমেটের মতো কিছু সরঞ্জাম ছাড়া অন্য কোনো অস্ত্র সরবরাহ করে নি।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।