পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতিকে স্বাগত জানালো ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i121010-পারস্য_উপসাগরীয়_সহযোগিতা_পরিষদের_বিবৃতিকে_স্বাগত_জানালো_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৩ ১৭:৪২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ তাদের নির্ধারিত বৈঠকে শান্তিপূর্ণ উপায়ে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য গুরুত্বারোপ করে একটি বিবৃতি দিয়েছে। বেইজিংয়ে ১০ মার্চ (শুক্রবার ) ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলাকালে, দুই দেশ ৭ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়।

দু'দেশের সমঝোতা অনুযায়ী, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বোচ্চ দুই মাসের মধ্যে পরস্পরের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রদূত বিনিময়সহ দূতাবাস পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

ফার্স বার্তা সংস্থার মতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইরান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক আলোচনার ফলাফলের প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সমর্থনকে স্বাগত জানিয়েছেন।

এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কানয়ানি ইয়েমেন সম্পর্কিত বিবৃতির অংশটুকু এবং ইরানের নামের সাথে তার সংযুক্তি প্রত্যাখ্যান করেছেন। সেইসঙ্গে ইয়েমেনের দীর্ঘ সঙ্কটের অবসান ঘটাতে বাস্তব এবং রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।