আবার দামেস্কের ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, দুই বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i121492-আবার_দামেস্কের_ওপর_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_হামলা_দুই_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি স্থাপনায় আবারো ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৪, ২০২৩ ১৩:১৩ Asia/Dhaka

সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি স্থাপনায় আবারো ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কসহ দক্ষিণের কিছু এলাকায় আঘাত হানে।

সামরিক সূত্রটি জানায়, দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারপরেও দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গত বৃহস্পতি, শুক্র এবং শনিবার টানা তিনদিন ইসরাইল সিরিয়ার বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হয়েছেন। এসব হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪