তীব্র দাবদাহের মধ্যে পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি
https://parstoday.ir/bn/news/west_asia-i121792-তীব্র_দাবদাহের_মধ্যে_পবিত্র_কাবায়_প্রশান্তির_বৃষ্টি
সৌদি আরবের মক্কা নগরীতে তীব্র দাবদাহের মধ্যে গতকাল (সোমবার) হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসলমানরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১১, ২০২৩ ১১:২১ Asia/Dhaka

সৌদি আরবের মক্কা নগরীতে তীব্র দাবদাহের মধ্যে গতকাল (সোমবার) হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসলমানরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য। বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।