আঞ্চলিক কূটনীতিতে সুবাতাস: সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i121856-আঞ্চলিক_কূটনীতিতে_সুবাতাস_সৌদি_আরব_সফরে_গেলেন_সিরিয়ার_পররাষ্ট্রমন্ত্রী
১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
এপ্রিল ১৩, ২০২৩ ০৯:০১ Asia/Dhaka
  • সৌদি আরব সফরে সিরিয় পররাষ্ট্রমন্ত্রী
    সৌদি আরব সফরে সিরিয় পররাষ্ট্রমন্ত্রী

১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সিরিয়া ও সৌদি আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের আমন্ত্রণে রিয়াদ সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, সিরিয়ায় ঐক্য, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

পোস্টে আরো বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরীয় শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়অ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা নিশ্চিত করার উপায় নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন।

সৌদি সরকার ২০১২ সালের মার্চ মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে যুদ্ধরত জঙ্গিদের প্রতি সমর্থন জানিয়ে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তখন থেকে এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। গত মাসে দু’দেশ সেই সম্পর্ক পুনঃস্থাপন করতে নীতিগতভাবে সম্মত হয়। তারপর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে গেলেন।#

পার্সটুডে/এমএমআই/‌এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।