ইয়েমেনে সাহায্যের অর্থ গ্রহণ করতে গিয়ে ৮৫ জনের মর্মান্তিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/west_asia-i122174-ইয়েমেনে_সাহায্যের_অর্থ_গ্রহণ_করতে_গিয়ে_৮৫_জনের_মর্মান্তিক_মৃত্যু
ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২২ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৩ ০৯:০১ Asia/Dhaka
  • ইয়েমেনে সাহায্যের অর্থ গ্রহণ করতে গিয়ে ৮৫ জনের মর্মান্তিক মৃত্যু

ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২২ জন।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের কর্মকর্তারা আজ (বৃহস্পতিবার) বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, রাজধানী সানার বাব আল-ইয়েমেন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, কিছু ব্যবসায়ীর পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে বিশৃঙ্খল পরিবেশে অর্থ বিতরণ করার সময় পদদলনের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, যারা অর্থ বিতরণ করছিল তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পবিত্র রমজান মাস শেষে ইয়েমেনের জনগণ যখন ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিচ্ছিল তখন এ মর্মান্তিক ঘটনা ঘটল।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ভবনের মধ্যে মৃত মানুষের লাশ পড়ে আছে এবং তাদের চারপাশে অসংখ্য মানুষ কোলাহল করছে।

জাতিসংঘের সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ইয়েমেন এখন দুর্ভিক্ষের সম্মুখীন। এই বিশ্ব সংস্থা ইয়েমেন পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছে। দরিদ্র দেশটির ওপর সৌদি আরব ও তার মিত্রদের সাত বছরের আগ্রাসনকে এই দুর্যোগের জন্য দায়ী করা হয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২০