ইসরাইলি বর্বরতা অব্যাহত:
আরিহা শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা: নিহত ১ আহত ৬
আরিহা শরণার্থী শিবিরে বর্বর ইসরাইলি সেনা অভিযানে আরেক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ১৭ বছর বয়সী জিব্রিল মোহাম্মদ আল-লাদ্দারের দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন অগণিত ফিলিস্তিনী।
আজ পূর্ব পশ্চিম তীরের আরিহা শহরের আকাবাত জাবের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা পাশবিক হামলা চালায়। ওই হামলায় ফিলিস্তিনী তরুণ জিব্রিল মোহাম্মদ গুলিবিদ্ধ হয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আজ সকালে আকাবাত জাবের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইলি সেনারা। বিবৃতিতে আরও বলা হয়েছে লাড্ডার মাথায় তাজা গুলি বিদ্ধ হয়েছিল। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। বর্ণবাদী সেনাদের হামলায় জিব্রিল নিহত হবার পাশাপাশি আরো ৬ ফিলিস্তিনী আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অধিকৃত ভূখণ্ডে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
আরিহায় ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির (পিপিএস) প্রধান ঈদ বারাহমেহ ওয়াফাকে বলেছেন: অভিযানের সময় ইসরাইলি সেনারা অন্তত ৩ জনকে ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফাতাহ আন্দোলনের একজন সিনিয়র সদস্য আহমাদ জিহাদ আবু আল-আসালও রয়েছেন।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।