ইসরাইলি বিমান হামলার জবাবে জিহাদ আন্দোলনের ৪০০ রকেট নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/west_asia-i123040
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল (বুধবার) বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১১, ২০২৩ ০৮:৪৭ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল (বুধবার) বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।

আজ দিন শুরুর প্রথম ভাগে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি ভবনে বিমান হামলা চালায়। এতে শহীদ হন ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার আলী গালি। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছেন। এছাড়া, তাদের স্ত্রী এবং সন্তানরাও শহীদ হয়েছেন। 

মঙ্গলবারের হত্যাকাণ্ডের জবাবে গতকাল বিকেলে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে ব্যাপকভাবে রকেট হামলা শুরু হয়। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে ৪০০’র বেশি রকেট নিক্ষেপ করেছে। গাজা থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো যৌথ বিবৃতিতে ৪০০ রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে। ইসরাইলও এই বিপুল সংখ্যক রকেট হামলার কথা স্বীকার করেছে। 

ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে- “মাতৃভূমি রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে উপস্থিত থাকব।”#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।