২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i125252-২_ফিলিস্তিনিকে_গুলি_করে_হত্যা_করল_ইসরাইলি_সেনারা
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (শুক্রবার) ভোরে নাবলুস শহরের একটি বাড়িতে হানা দিয়ে তাদের হত্যা করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২৩ ১৭:৫২ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলি বাহিনী
    দখলদার ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (শুক্রবার) ভোরে নাবলুস শহরের একটি বাড়িতে হানা দিয়ে তাদের হত্যা করা হয়।

এ সময় ঐ দুই ফিলিস্তিনির সঙ্গে সংঘর্ষ হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরাইলি বাহিনীর হামলায় আরও তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। 

ইসরাইলি বাহিনী দাবি করেছে, নিহত দুই ফিলিস্তিনি তাদের পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ ভোরে নাবলুসের একটি বাড়ি ঘেরাও করে সেখানে ব্যাপক হামলা চালায় দখলদার সেনারা। এই আগ্রাসনের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ঐ দুই ফিলিস্তিনি। কিন্তু দখলদারেরা তাদেরকে হত্যা করার আগ পর্যন্ত ক্ষান্ত হয়নি। 

ঘটনাস্থলের বিভিন্ন ছবি দেখে মনে হচ্ছে, ঐ বাড়িতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে হানাদার বাহিনী। শহীদ দুই ফিলিস্তিনির নাম হচ্ছে হামজা মাকবুল ও খাইরি শাহিন।

এই ঘটনার দুই দিনেরও কম সময় আগে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে পাশবিক হামলা চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে ইসরাইলি বাহিনী। এছাড়া সেখানে ১৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।#   

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।