ইরানের ইসলামি বিপ্লব গত শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা: হিজবুল্লাহ মহাসচিব
(last modified Wed, 19 Jul 2023 12:27:19 GMT )
জুলাই ১৯, ২০২৩ ১৮:২৭ Asia/Dhaka
  • হাসান নাসরুল্লাহ
    হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গত শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ইরানে ইসলামি বিপ্লবের বিজয়। 

রাজধানী বৈরুতের দক্ষিণ যাহিয়ায় শোকাবহ মুহাররাম মাসের প্রথম রাতে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব হয়েছে ইমাম খোমেনী (রহ.)'র নেতৃত্বে। এই মহান নেতা বলতেন আশুরা থেকেই আমরা সব কিছু পেয়েছি।

তিনি বলেন, কারবালার ঘটনা আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তার শিক্ষা দিয়েছে এবং অবরোধ ও জুলুমের মোকাবেলায় আত্মসমর্পণ না করার বার্তা দিয়েছে।

অনুষ্ঠানের শেষাংশে লেবাননের বিশিষ্ট চিন্তাবিদ আল্লামা শেইখ আফিফ নাবলুসির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, 'আমরা একজন বিজ্ঞানী, সংগ্রামী ও অভিভাবককে হারিয়েছি।'

গত শুক্রবার লেবাননের বিশিষ্ট আলেম শেইখ আফিফ নাবলুসি মৃত্যুবরণ করেন। তিনি সব সময় সেদেশের প্রতিরোধ আন্দোলনে ব্যাপক সমর্থন যুগিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।