ধর্মবিদ্বেষ ছড়ানো বন্ধ করুন: পাশ্চাত্যকে ইরাকি প্রেসিডেন্ট
ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ ধর্মবিদ্বেষ ছড়ানো বন্ধ করতে পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ (শনিবার) এক বিবৃতিতে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যেকোনো মূল্যে ধর্ম সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর পথ থেকে পশ্চিমাদেরকে সরে আসতে হবে। উসকানি দেওয়া যাবে না।
ইরাকি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক ঘটনাবলী থেকে মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কুরআন অবমাননা করা হচ্ছে। একইসঙ্গে তারা ইরাককে নিয়েও ষড়যন্ত্র করছে। শত্রুরা ইরাককে বিদেশি কূটনীতিকদের জন্য অনিরাপদ হিসেবে তুলে ধরতে চায়।
তিনি বলেন, ধর্ম ও কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার ইরাকি জনগণ ও রাজনৈতিক দলগুলোর নেই। তবে খেয়াল রাখতে হবে দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রবাসী ইরাকিরা যাতে সমস্যায় না পড়ে।
সুইডেনের পর ইউরোপের আরেক দেশ ডেনমার্কেও পবিত্র কুরআন অবমাননা করার পর আজ ইরাকি জনতা বাগদাদের কূটনৈতিক এরিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে। এর আগে তারা সুইডেনের দূতাবাসে আগুন দিয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।