হাইফায় ইসরাইলের সামরিক শিল্প কারখানার কাছে ভয়াবহ বিস্ফোরণ
(last modified Mon, 24 Jul 2023 12:28:02 GMT )
জুলাই ২৪, ২০২৩ ১৮:২৮ Asia/Dhaka
  • হাইফায় ইসরাইলের সামরিক শিল্প কারখানার কাছে ভয়াবহ বিস্ফোরণ

ইহুদিবাদী ইসরাইলের হাইফা শহরের রাফায়েল সামরিক শিল্প কারখানার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

ইহুদিবাদী মিডিয়া আই-টুয়েন্টি-ফোর নিউজ ওই বিস্ফোরণের খবর দিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত হাইফা শহরের রাফায়েল সামরিক শিল্প কারখানার কাছে ক্রিয়াত এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাফায়েল কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছে ওই বিস্ফোরণের ঘটনা পূর্ব-পরিকল্পিত সামরিক মহড়ার অংশ ছিল।

ইহুদিবাদী ওই মিডিয়া বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে নি।

রাফায়েল হল ইহুদিবাদী ইসরাইলের সর্ববৃহৎ কোম্পানিগুলোর একটি। এই কোম্পানিটি সব ধরনের ক্ষেপণাস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।