বিচার বিভাগ সংস্কারের বিল পাসের পর ইসরাইলি ডাক্তারদের ধর্মঘট
(last modified Tue, 25 Jul 2023 12:48:52 GMT )
জুলাই ২৫, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • ইসরাইলে ডাক্তারদের ধর্মঘট
    ইসরাইলে ডাক্তারদের ধর্মঘট

ইসরাইলের জাতীয় সংসদে বিচার বিভাগের সংস্কার বিষয়ক ব্যাপক বিতর্কিত বিল পাসের পর হাজার হাজার ডাক্তার ধর্মঘট শুরু করেছেন। এর পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন।

ইসরাইলি মেডিকেল এসোসিয়েশন গতকাল। ঘোষণা করে, তারা মঙ্গলবার সারাদেশে ব্যাপক ধর্মঘট করবে। তবে, হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও  গুরুতর রোগীদের জন্য অপারেশন থিয়েটার খোলা থাকবে। 
ইসরাইলের জাতীয় সংসদ নেসেটে বিচার বিভাগের সংস্কার বিষয়ক বিল পাসের পর গতকাল বিদেশ সফর থেকে তড়িঘড়ি করে কয়েকজন সিনিয়র বিচারক ইসরাইলে ফিরে গেছেন। সমালোচকরা বলছেন, এই বিল পাসের কারণে জাতীয় সংসদে ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। 

ইসরাইলে ডাক্তারদের ধর্মঘট

ইসরাইলের শীর্ষ পর্যায়ের চারটি সংবাদপত্র তাদের প্রথম পৃষ্ঠায় কালো ব্যানারে এ সংক্রান্ত খবর ছেপেছে। তারা নেসেটে বিচার বিভাগের সংস্কার বিষয়ক বিল পাসের ব্যাপারে লিখেছে- "ইসরাইলি গণতন্ত্রের জন্য কালো দিবস।"
গত সাত মাস ধরে টানা ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও ইসরাইলের নেসেটে এই বিতর্কিত বিল পাস করা হলো। বিলটি পাসের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের ঘনিষ্ঠতম বন্ধু আমেরিকার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল।
গতকাল ইসরাইলের ডানপন্থী জোট সরকার সর্বসম্মতিক্রমে এই বিল পাস করে। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিাহুর নেতৃত্বাধীন সরকারে উগ্র জাতীয়তাবাদী এবং উগ্র ধর্মীয় দল রয়েছে। 
বিল পাসের পর বিরোধী দলগুলো সংসদের বাইরে ‘লজ্জা লজ্জা’ বলে শ্লোগান দেয় এবং হাজার হাজার বিক্ষোভকারী সাররাত রাজপথে মিছিল সমাবেশ করে। এছাড়া ইসরাইলের সিভিল রাইট গ্রুপ এই আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের পিটিশন দায়ের করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ