ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত, আহত ৪
https://parstoday.ir/bn/news/west_asia-i126512-ক্ষেপণাস্ত্র_হামলায়_সিরিয়ার_৪_সেনা_নিহত_আহত_৪
আবারো ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্ক লক্ষ্য করে বর্বর আগ্রাসন চালিয়েছে। এতে সিরিয়ার অন্তত চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এর পাশাপাশি বস্তুগত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৭, ২০২৩ ০৯:১৯ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত, আহত ৪

আবারো ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্ক লক্ষ্য করে বর্বর আগ্রাসন চালিয়েছে। এতে সিরিয়ার অন্তত চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এর পাশাপাশি বস্তুগত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (সোমবার) দিনের শুরুতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই আগ্রাসন চালায়। সূত্রটি জানায়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। তারপরও চার সেনা নিহত এবং চারজন আহত হয়।
জুলাই মাসেও ইসরাইল সিরিয়ার রাজধানীর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যাতে অন্তত দুই জন সেনা আহত হয়েছিল।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয়। এরপর থেকে ইসরাইল গোলান মালভূমিকে সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়া, সিরিয়ায় যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে তাদের চিকিৎসা এবং নিরাপদ চলাচলের জন্য ইসরাইল এই গোলান মালভূমিকে ব্যবহারের সুযোগ করে দেয়।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন