সিরিয়া সরকারের তথ্য
ইসরাইলি আগ্রাসনে আলেপ্পো বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে
সিরিয়া জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসনের কারণে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (সোমবার) ভোর সাড়ে চারটার দিকে ইহুদিবাদী ইসরাইল এই আগ্রাসন চালায়। সানা বলছে, ইসরাইলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ভূমধ্যসাগরের দিক থেকে হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। তবে ইসরাইলের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সানা জানিয়েছে।
এর আগে গত মে মাসে দখলদার ইহুদবাদী সরকার আলেপ্পো বিমানবন্দরের ওপরে একইভাবে হামলা চালিয়েছিল। সে সময় সিরিয়ার একজন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়।
এর আগে মার্চ মাসে দুই দফা হামলা চালায় ইহুদিবাদী সেনারা। সে সময় বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/২৮