নাবলুসে ইসরাইলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i128174-নাবলুসে_ইসরাইলি_হামলায়_কয়েক_ডজন_ফিলিস্তিনি_আহত
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় আজ (শনিবার) ভোরে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
  • নাবলুসে ইসরাইলি হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি আহত

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় আজ (শনিবার) ভোরে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

দখলদার বাহিনী দক্ষিণ নাবলুসের বেইতা শহরে হামলা চালায়। তারা সেখানকার বেশ কয়েকটি এলাকা ঘেরাও করে ও বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে হানা দেয় এবং তাদের সম্পত্তি ধ্বংস করে। সন্ত্রাসী ইহুদিবাদী সেনাদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাস বোমার বর্ষণে এক বছর বয়সী এক শিশু সহ কয়েক ডজন ফিলিস্তিনি শ্বাসরুদ্ধ হয়ে পড়ে।

গত মঙ্গলবার থেকে এ অঞ্চলে অভিযান জোরদার করেছে হানাদার ইসরাইলি বাহিনী। বর্ণবাদী ইসরাইলি সেনাদের হামলায় গতকাল বায়তুল মোকাদ্দাসে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন।  #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।