রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত
(last modified Thu, 31 Aug 2023 07:39:21 GMT )
আগস্ট ৩১, ২০২৩ ১৩:৩৯ Asia/Dhaka
  • রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের চার সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন পদস্থ কর্মকর্তা রয়েছে।

হামলার দায় স্বীকার করে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, দখলদার সেনাদের বিরুদ্ধে নিখুঁতভাবে তারা এই আকস্মিক হামলা চালিয়েছে। গতরাতে নাবলুস শহরের হযরত ইউসুফ (আ.)-এর মাজারের কাছে এই ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে বিপুল পরিমাণে ধোয়া উড়ছে। ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে যে, তাদের একজন কর্মকর্তাসহ চার সেনা আহত হয়েছে।

বোমা বিস্ফোরণের পর গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাসের অন্যতম মুখপত্র মুহাম্মদ হামাযা বলেছেন, দখলদার ইহুদিবাদী সেনাদের অব্যাহত হত্যাযজ্ঞ ও নিপীড়নের মুখে বুধবার সন্ধ্যায় যে বিস্ফোরণ হয়েছে তার মধ্য দিয়ে চরমপন্থী দখলদার সেনাদের জন্য এই বার্তা দেয়া হয়েছে যে, তাদের জন্য ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও নিরাপদ নয়। ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো পথও তাদের সামনে খোলা নেই।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩১