রামাল্লায় ইতিহাস চোর; ইসরায়েল বাইজেন্টাইন স্তম্ভগুলো চুরি করেছে
-
রামাল্লায় ইতিহাস চোর
পার্সটুডে-ইসরায়েলি সেনা বাহিনী রামাল্লার উত্তর-পূর্বে একটি প্রত্নতাত্ত্বিক সাইটে অবৈধভাবে প্রবেশ করে বাইজেন্টাইন আমলের বেশ কয়েকটি ঐতিহাসিক স্তম্ভ চুরি করে অজানা স্থানে নিয়ে গেছে।
ফিলিস্তিনের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি ভারী সরঞ্জাম ব্যবহার করে রামাল্লার উত্তর-পূর্বে খিরবেত আল-বুর্জ প্রত্নতাত্ত্বিক স্থানে প্রবেশ করেছে এবং বাইজেন্টাইন আমলের বেশ কয়েকটি স্তম্ভ চুরি করেছে। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিবৃতিতে আরও বলা হয়েছে: এই অভিযানে "স্থাপনার কিছু অংশ ধ্বংস করা এবং স্তম্ভগুলোকে অজানা স্থানে সরিয়ে নেওয়ার" বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা "সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক আইন এবং কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন"।
সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে সাম্প্রতিক আক্রমণটি ১৯৫৪ সালের যুদ্ধকালীন সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য হেগ কনভেনশনের পাশাপাশি ইউনেস্কো কনভেনশনেরও (১৯৭০ এবং ১৯৭২) লঙ্ঘন।
ফিলিস্তিনের পর্যটন মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলোকে "ফিলিস্তিনি জাতীয় ঐতিহ্যের অব্যাহত লুণ্ঠন রোধে" পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি সেনাবাহিনী বাইজেন্টাইন যুগের একটি স্থান থেকে পাঁচটি ঐতিহাসিক স্তম্ভ চুরি করেছে।
পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, পশ্চিম তীরের ঐতিহাসিক স্থানগুলিতে অবৈধ খনন কিংবা নিদর্শন চুরির ঘটনা এটাই প্রথম নয়।
ফিলিস্তিনের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী 'হানি আল-হায়েক' সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন: গাজা যুদ্ধের সময় ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরে "৩১৬টিরও বেশি ঐতিহাসিক স্থান" সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে।#
পার্সটুডে/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন