পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ: আত্মঘাতী ড্রোন হামলা হামাসের
https://parstoday.ir/bn/news/west_asia-i129100-পশ্চিম_তীরের_সকল_ক্রসিং_পয়েন্ট_বন্ধ_আত্মঘাতী_ড্রোন_হামলা_হামাসের
ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের কেউ যাতে ওই ক্রসিং পয়েন্ট দিকে যাতায়াত করতে না পারে সেই লক্ষ্যে এগুলো বন্ধ করেছে ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৮, ২০২৩ ১৬:৪৩ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের কেউ যাতে ওই ক্রসিং পয়েন্ট দিকে যাতায়াত করতে না পারে সেই লক্ষ্যে এগুলো বন্ধ করেছে ইসরাইল।

আজ (রোববার) রুশ বার্তা সংস্থা রাশিয়া টু-ডে এক প্রতিবেদনে ওই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সাথে আল-কারমা ক্রসিং দিয়ে পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনিকে প্রবেশ বা বের হতে দেওয়া হয় নি। সকল গ্রিন লাইন ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম তীর বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এরইমধ্যে ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে অভিযানে নিহত ইসরাইলিদের সংখ্যা ৩৫০ এবং আহতের সংখ্যা ১ হাজার ৮ শ'তে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইহুদিবাদী সেনাদের রেডিও ঘোষণা করেছে আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকে তাদের অন্তত ৩০ পুলিশও নিহত হয়েছে।হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে: ইহুদিবাদী সেনাবাহিনীর গণসংযোগ ব্যাটালিয়নের কমান্ডারও মারা গেছেন। কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে অভিযানে তারা প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলের বহু ঘাঁটিতে প্রবেশ করেছে। তারা সাওফা, কিবুতজ, হাউলিত এবং ইয়াতিদ ঘাঁটিতে প্রবেশ করে কাসসাম ব্রিগেডের যোদ্ধাদেরকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।

অপরদিকে  গাজায় বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে ইসরাইলের হামলা চালানোর জবাবে প্রতিরোধ যোদ্ধারা একটু আগে  ইসরাইলের সেদিরুত শহরের ওপর শতাধিক রকেট নিক্ষেপ করেছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।