আরো ক্ষতি না চাইলে ইসরাইলকে পরাজয় মেনে নিতে হবে: জিহাদ
(last modified Mon, 09 Oct 2023 08:24:44 GMT )
অক্টোবর ০৯, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • জিয়ান আন-নাখালা
    জিয়ান আন-নাখালা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি তার আরো বেশি সেনার লাশ পড়া দেখতে না চায় তাহলে তাকে পরাজয় মেনে নিতে হবে। গতকাল (রোববার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়ান আন-নাখালা।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বীরোচিত সামরিক অভিযানের দ্বিতীয় দিনে এই ভাষণ দেন নাখালা। হামাস ও ইসলামি জিহাদসহ গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো ‘আল-আকসা তুফান’ নামক এই ভয়াবহ অভিযান চালাচ্ছে।অভিযানে অন্তত ৭০০ ইসরাইলি নিহত ও অপর ৭৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।

জিহাদ নেতা নাখালা বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা কয়েক ডজনের চেয়ে অনেক বেশি ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীকে আটক করেছে। শুধুমাত্র জিহাদ আন্দোলনের হাতেই ৩০ ইসরাইলি বন্দি রয়েছে। ইসরাইল সরকারকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরো বেশি ইসরাইলি সেনাকে হত্যা বা আটকের হাত থেকে রক্ষা করতে হলে তেল আবিবকে পরাজয় মেনে নিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।