সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i129162-সব_ফিলিস্তিনি_বন্দীর_মুক্তি_দাবি_করল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরাইলে আটক সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং পশ্চি তীর ও বায়তুল মুকাদ্দাস বিশেষকরে মসজিদুল আকসায় সব ধরণের উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১৮:৩৯ Asia/Dhaka
  • আব্দুল লাতিফ আল কানু
    আব্দুল লাতিফ আল কানু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেছেন, দখলদার ইসরাইলে আটক সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং পশ্চি তীর ও বায়তুল মুকাদ্দাস বিশেষকরে মসজিদুল আকসায় সব ধরণের উসকানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে। 

তিনি বলেন, আজ সকালেও ইসরাইলের ভেতরে দখলদার বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামীদের লড়াই হয়েছে এবং নতুনকরে আরও ইহুদিবাদীকে আটক করে গাজায় আনা হয়েছে।

এদিকে, দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ড্যানিয়েল হাগারি হামাসের সামরিক ও রাজনৈতিক সব নেতাকে হত্যার হুমকি দিয়েছে। মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচার বিমান হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৫০০ বেসামরিক ফিলিস্তিনি শহীদ ও দুই হাজার ৩০০ জন আহত হয়েছেন। শহীদদের মধ্যে ৭৮টি শিশু ও ৪১ জন নারী রয়েছেন।

দখলদার ইসরাইলিদের হত্যা-নির্যাতন ও পাশবিকতায় অতিষ্ঠ ফিলিস্তিনি জাতির পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিরোধ ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো পথ বাকি নেই।#  

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।