বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামাসের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i129446-বেন_গুরিয়ন_বিমানবন্দরে_আবারও_হামাসের_ক্ষেপণাস্ত্র_হামলা
দখলদার ইসরাইলের তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে নতুনকরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড। গাজায় ইসরাইলের অব্যাহত নির্বিচার হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০২৩ ১৮:২৯ Asia/Dhaka
  • হামাসের যোদ্ধারা
    হামাসের যোদ্ধারা

দখলদার ইসরাইলের তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে নতুনকরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড। গাজায় ইসরাইলের অব্যাহত নির্বিচার হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আজকের ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমান বন্দরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অবৈধ ইহুদি বসতি আশকেলানেও ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাসের যোদ্ধারা। 

এদিকে,  আল-জাযিরা টিভি চ্যানেলের সাংবাদিক বলেছেন, বায়তুল মুকাদ্দাস ও তেল আবিবের মাঝামাঝি এলাকায় একের পর এক সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের পক্ষ থেকে এখনও প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে আল-আকসা তুফান অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রথম দিন তারা ২০ মিনিটে ইসরাইলের নানা অবস্থানে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছেন।

একইসঙ্গে আকাশ থেকে হামাসের প্যারাগ্লাইডারেরা ইসরাইলের বিভিন্ন স্থানে প্রবেশ করে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।