গাজার আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলি হেলিকপ্টার ধ্বংস
গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশের আকাশে ইসরাইলের একটি হেলিকপ্টার ধ্বংস করেছে হামাসের আল-কাস্সাম ব্রিগেড।
তারা বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলি হেলিকপ্টারটি ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে 'সাম-সেভেন' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে বিস্ময়কর 'আল আকসা তুফান' অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ঐ অভিযানে এক হাজার ৩০০ ইহুদিবাদী ইসরাইলি প্রাণ হারিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক হয়েছে দুই শতাধিক ইহুদিবাদী। আহতের সংখ্যাও কম নয়। গাজায় নির্মমতার জবাবে এখনও নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা।
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইসরাইলি বাহিনী এখন গাজা ও পশ্চিম তীরের নিরস্ত্র ও অসহায় মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আকাশ থেকে বোমা ফেলে হাসপাতাল, শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ইহুদিবাদীরা কাপুরুষতার নতুন নজির সৃষ্টি করছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।