গাজা আগ্রাসনের এ পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i129898-গাজা_আগ্রাসনের_এ_পর্যন্ত_অন্তত_২০_ফিলিস্তিনি_সাংবাদিক_নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল (বুধবার) এক প্রতিবেদনে মার্কিন-ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ বা সিপিজে এই তথ্য দিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২৩ ১৯:১১ Asia/Dhaka
  • গাজা আগ্রাসনের এ পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল (বুধবার) এক প্রতিবেদনে মার্কিন-ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ বা সিপিজে এই তথ্য দিয়েছে। 

সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস আগ্রাসন শুরুর পর থেকে কমপক্ষে ২৪ সাংবাদিক নিহত হয়েছেন যার মধ্যে ২০ জনই ফিলিস্তিনি। এছাড়া, তিনজন ইসরাইলি সাংবাদিক এবং প্রতিবেশী লেবাননের এক সাংবাদিক নিহত হয়েছেন।

সিপিজে আরো বলেছে, "বিশেষ করে গাজার সাংবাদিকরা উচ্চ ঝুঁকির মুখে পড়ছেন কারণ তারা ইসরাইলি সেনাদের স্থল হামলা, বিধ্বংসী ইসরাইলি বিমান হামলা, বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে এই যুদ্ধের খবর সংগ্রহ করছেন।"

গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যে আটজন সাংবাদিক আহত হয়েছেন এবং অন্য তিনজন হয় নিখোঁজ অথবা আটক হয়েছেন বলে জানিয়েছে সিপিজে। এসব আটক বা নিখোঁজ সাংবাদিকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণকারী এ সংস্থা।# 

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।