আল-কাসসাম ব্রিগেডের ঘোষণা
'নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরাইলের পরাজয় বড় হবে'
-
আবু উবাইদা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একই সঙ্গে তিনি গাজায় ইসরাইলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতানিয়াহু গাজায় ইহুদিবাদী বাহিনীর স্থল অভিযানের দ্বিতীয় ধাপ ঘোষণা করার পর আবু উবাইদা আল-কাসসাম ব্রিগেডের পক্ষে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আমরা তার স্বাদ মিটিয়ে দেবো। তিনি যা প্রত্যাশা করেন বা ভয় করেন তার চেয়েও বড় পরাজয় দেখবেন।"
আল-কাসসাম মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অভাবের জন্য আরব দেশগুলোরও কঠোর সমালোচনা করেন। পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে বন্দী বিনিময়ের বিষয়ে চুক্তি না হওয়ার জন্য দখলদার সরকার দায়ী।
আবু উবাইদা ক্ষোভ প্রকাশ করেন বলেন, "আমাদের আরব দেশগুলোকে তাদের সৈন্যবাহিনী এবং ট্যাঙ্কগুলো পাঠাতে বলছি না। কিন্তু আপনারা কি এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনি ত্রাণ ও মানবিক সাহায্য পাঠাতে পারবেন না?"
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজার বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজার আট হাজার নিরপরাধ ফিলিস্তিনি শহীদ ও ২০ হাজার ৫০০ মানুষ আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনের মধ্যে তিন হাজারের বেশি শিশু রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।