জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে!
https://parstoday.ir/bn/news/west_asia-i130032-জন্মসনদের_আগেই_মৃত্যুসনদ_দেওয়া_হল_ফিলিস্তিনি_নবজাতককে!
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই শহীদ হয়েছে ফিলিস্তিনি নবজাতক উদয় আবু মোহসেন। ২৮ অক্টোবর (শনিবার) তার জন্ম হয়। গতকালই ইসরাইলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
অক্টোবর ৩০, ২০২৩ ১১:৩০ Asia/Dhaka
  • জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে!

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই শহীদ হয়েছে ফিলিস্তিনি নবজাতক উদয় আবু মোহসেন। ২৮ অক্টোবর (শনিবার) তার জন্ম হয়। গতকালই ইসরাইলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।

কাফনে মোড়ানো উদয় আবু মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরাইলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি।

কাফনে আরবিতে লেখা ছিল: ‘উদয় আবু মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে মানবতার দুশমন ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় গাজায় ৮ হাজার ৫ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে শিশু ৩ হাজার ৩৪২ শিশু ও নারী ২ হাজার ৬২।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০