কয়েক সপ্তাহের মধ্যেই হামাসকে ধ্বংস করার পরামর্শ ইহুদ বারাকের
https://parstoday.ir/bn/news/west_asia-i130446-কয়েক_সপ্তাহের_মধ্যেই_হামাসকে_ধ্বংস_করার_পরামর্শ_ইহুদ_বারাকের
বর্ণবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, পশ্চিমা সরকারগুলো গাজা যুদ্ধের ব্যাপারে সমর্থন প্রত্যাহার করে নেয়ার আগেই ইসরাইলের সামরিক বাহিনীকে ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনকে ধ্বংস করে দিতে হবে। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের জন্য ইসরাইলি বাহিনীর হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১৯:২৮ Asia/Dhaka
  • ইহুদ বারাক
    ইহুদ বারাক

বর্ণবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, পশ্চিমা সরকারগুলো গাজা যুদ্ধের ব্যাপারে সমর্থন প্রত্যাহার করে নেয়ার আগেই ইসরাইলের সামরিক বাহিনীকে ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনকে ধ্বংস করে দিতে হবে। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের জন্য ইসরাইলি বাহিনীর হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।

৮১ বছর বয়সী ইহুদ বারাক একসময় ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইসরাইলের সামরিক বাহিনীর জেনারেল হিসেবে কাজ করেছিলেন। মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ইহুদ বারাক বলেন, "ইউরোপে আমরা জনমত হারাচ্ছি এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইউরোপের সরকারগুলোর সমর্থন আমরা হারাবো। এর এক সপ্তাহ পরে আমেরিকায় জনমত ভীষণভাবে বিভক্ত হয়ে পড়বে।"

মার্কিন কর্মকর্তারা গাজায় মানবিক যুদ্ধবিরতির পক্ষে কথা বলছেন তবে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রত্যাহারের কোনো কথা তারা প্রকাশ্যে বলেননি। অন্যদিকে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে বিরতি দিতে অস্বীকার করেছেন। এ অবস্থায় ইহুদ বারাক মনে করেন- আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমেরিকার দাবি মেনে নিতে হবে। তিনি বলেন, ইসরাইল এই যুদ্ধে কী করবে আমেরিকা সে বিষয়ে তেল আবিবকে দিক নির্দেশনা দিতে পারে না তবে ইসরাইল আমেরিকাকে একেবারে উপেক্ষাও করতে পারবে না।

গত এক মাস ধরে ইহুদিবাদী ইসরাইল যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইতিহাসের নিকৃষ্টতম বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেকটা পরামর্শ ও দিক নির্দেশনা দিলেন ইহুদি বারাক। তবে হামাস এবং প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, স্থলযুদ্ধের মধ্য দিয়ে গাজা হবে ইসরাইলিদের কবরস্থান। ফলে হামাসের সুস্পষ্ট প্রতিশ্রুতি থেকে বোঝা যাচ্ছে হামাস এই যুদ্ধে মোটেই পরাজয়ের কথা ভাবছে না। ফলে হামাসকে নির্মূল করতে গেলে গাজায় আরো বহু হত্যাকাণ্ড ঘটাতে হবে। হামাসকে দ্রুত নির্মূল করার পরামর্শ দিয়ে মূলত ইহুদি বারাক গাজায় গণহত্যা জোরদার করার কথাই বললেন।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।