যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের অবস্থান ধর্মঘট অব্যাহত; সাড়া নেই জর্ডানের
https://parstoday.ir/bn/news/west_asia-i130540-যুদ্ধে_যেতে_ইচ্ছুক_ইরাকিদের_অবস্থান_ধর্মঘট_অব্যাহত_সাড়া_নেই_জর্ডানের
জর্ডান সীমান্তে ইরাকি তরুণদের অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে জর্ডান সীমান্ত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • যুদ্ধে যেতে ইচ্ছুক একদল ইরাকি
    যুদ্ধে যেতে ইচ্ছুক একদল ইরাকি

জর্ডান সীমান্তে ইরাকি তরুণদের অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে জর্ডান সীমান্ত।

যুদ্ধে যেতে ইচ্ছুক এসব ইরাকি তরুণ বলেছেন, তারা ফিলিস্তিনি মানুষদের রক্ষায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সীমান্তে এসেছেন। সীমান্ত দিয়ে তাদেরকে ফিলিস্তিনে যেতে দিতে হবে। গাজার মানুষ তথা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকেই তারা সেখানে অবস্থান করছেন। সেখানে তারা অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি বিক্ষোভ করছেন।

বিশ্বের অন্যান্য স্থানের মানুষের বিক্ষোভের সঙ্গে ইরাকি তরুণদের এই বিক্ষোভের পার্থক্য হলো- সেখানে যারা গেছেন তারা সবাই যুদ্ধ করে ফিলিস্তিনিদের জন্য শহীদ হতে পূর্ণ প্রস্তুত। জর্ডান সরকার এখন পর্যন্ত তাদের আহ্বানে সাড়া দেয়নি, উল্টো গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছেন জর্ডান সরকারের সাবেক মুখপাত্র মুহাম্মাদ আল মুমেনি।

গাজায় গত ৩৪ ধরে ইসরাইলি গণহত্যা চলছে, সেখানে নির্বিচারে নারী-শিশুসহ বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু আমেরিকাসহ কথিত শক্তিধর দেশগুলো ইসরাইলি এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।#    

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।