আমি দ্ব্যর্থহীন কণ্ঠে হামাসের নিন্দা জানাই: বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i130912-আমি_দ্ব্যর্থহীন_কণ্ঠে_হামাসের_নিন্দা_জানাই_বাহরাইনের_যুবরাজ_প্রিন্স_সালমান
মধ্যপ্রাচ্যের আরব দেশ বাহরাইনের যুবরাজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এমন সময় এ নিন্দা জানালেন যখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গত সাত দশকের গণহত্যা ও নিধন অভিযানের প্রতিশোধ নিতে হামাস ৭ অক্টোবরের অভিযান চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৮, ২০২৩ ১০:৫৮ Asia/Dhaka
  • বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান বিন হামাদ আলে খলিফা
    বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান বিন হামাদ আলে খলিফা

মধ্যপ্রাচ্যের আরব দেশ বাহরাইনের যুবরাজ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এমন সময় এ নিন্দা জানালেন যখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গত সাত দশকের গণহত্যা ও নিধন অভিযানের প্রতিশোধ নিতে হামাস ৭ অক্টোবরের অভিযান চালিয়েছে।

বাহরাইন কখনও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতার নিন্দা জানায়নি বরং ২০২০ সালে আরব দেশটি অবৈধ দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

বাহরাইনের যুবরাজ প্রিন্স সালমান বিন হামাদ আলে খলিফা গতকাল (শুক্রবার) মানামায় বাহরাইন নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি দ্ব্যর্থহীন কণ্ঠে হামাসের নিন্দা জানাই। গত ৭ অক্টোবরের হামলা ছিল বর্বরোচিত।”

ফিলিস্তিনি যোদ্ধাদের ৭ অক্টোবরের অভিযানে সাড়ে তিনশ’র বেশি ইসরাইলি সেনাসহ অন্তত ১,২০০ ইহুদিবাদী নিহত হয় যারা ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল করে একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।  ওই অভিযানের পর দখলদার ইসরাইল গাজা উপত্যকার ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে এ পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। ইহুদিবাদী সরকার একইসঙ্গে গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানী, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে রেখেছে।

বাহরাইনের যুবরাজ এমন সময় গাজার চলমান যুদ্ধের জন্য হামাসের নিন্দা জানালেন যখন খোদ বাহরাইনসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে প্রতিদিন ইসরাইলবিরোধী বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ থেকে গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ইসরাইলের নিন্দা জানালেও তাদের পক্ষ থেকে হামাসের নিন্দা জানাতে তেমন একটা দেখা যায়নি। যদিও পশ্চিমা শাসকগোষ্ঠী এবং ইসরাইল হামাসের নিন্দায় পঞ্চমুখ রয়েছে।

বাহরাইন সরকার ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর ফিলিস্তিনিরা এ ঘটনাকে তাদের পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছিল। ফিলিস্তিনি জনগণ বলেছিল, তারা দখলদার ইহুদিবাদীদের হাত থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার যে সংগ্রাম করছে বাহরাইনের এ পদক্ষেপে তার অপূরণীয় ক্ষতি হলো। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।