যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ; পদত্যাগ দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i131322-যুদ্ধবাজ_নেতানিয়াহুর_বিরুদ্ধে_তেল_আবিবে_লাখো_মানুষের_বিক্ষোভ_পদত্যাগ_দাবি
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য হাজার হাজার মানুষ তেল আবিবে সভা সমাবেশ ও মিছিল করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka
  • যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ; পদত্যাগ দাবি

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য হাজার হাজার মানুষ তেল আবিবে সভা সমাবেশ ও মিছিল করেছেন।

যেসব লক্ষ্য অর্জনের কথা বলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহু বর্বর আগ্রাসন চালিয়েছিলেন তার কোনটি অর্জিত না হওয়ায় এসব ইসরাইলি নেতানিয়াহুর উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এছাড়া, গাজায় স্থল অভিযানের নামে কয়েক সপ্তাহ চেষ্টা প্রচেষ্টার পরও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্ত না করতে পারার ব্যর্থতাকেও ইসরাইলিরা বড় করে দেখছেন।

গতকাল (শনিবার) তেল আবিবে অন্তত এক লাখ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশে অংশ নেয়া লোকজনের মধ্যে ছিলেন হামাসের অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন। এর পাশাপাশি ব্যাপক সংখ্যায় সাধারণ ইসরাইলিও এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেয়া লোকজনের অনেকেই তাদের বন্দি আত্মীয়-স্বজনের নামে টি-শার্ট প্রিন্ট করে সেগুলো গায়ে দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেন এবং গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের জবাব হিসেবে হামাস যে হামলা চালিয়েছে তার জন্য তাকে দায়ী করেন।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে আল আকসা তুফান নামে একটি অভিযান পরিচালনা করে। এতে ইসরাইলের অন্তত ১২০০ মানুষ নিহত হয়, পাশাপাশি প্রায় আড়াইশো ব্যক্তিকে ফিলিস্তিনের যোদ্ধারা গাজা উপত্যকায় ধরে নিয়ে যায় মধ্যে ইসরাইলের বহু সেনা রয়েছে। এরপর থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেকটা গোয়ার্তুমি করে গাজায় ব্যাপকভাবে আগ্রাসন চালায়। কিন্তু ইসরাইলি সেনারা গাজা থেকে একজন বন্দীকেও মুক্ত করতে পারেনি। বিষয়টিকে ইসরাইলের লোকজন নেতানিয়াহুর চরম ব্যর্থতা বলে মনে করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।