ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিরা যৌন নির্যাতনের শিকার
(last modified Tue, 05 Dec 2023 12:26:19 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৮:২৬ Asia/Dhaka
  • মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি নারী বন্দীকে স্বাগত জানাচ্ছে তারা স্বজনরা
    মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি নারী বন্দীকে স্বাগত জানাচ্ছে তারা স্বজনরা

একটি আন্তর্জাতিক নারীবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠন সতর্ক করে বলেছে যে, ফিলিস্তিনি নারী ও পুরুষরা ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ধর্ষণ, যৌন সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছেন। সংগঠনটি বিভিন্ন সূত্র ও ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। 

ইসরা জাবিস নামে এক ফিলিস্তিনি নারী ইসরাইলি জেল থেকে মুক্তি পাওয়ার পর বলেন, “আমি জেলখানায় আমার তিন ছোট মেয়েদের কাঁদতে কাঁদতে রেখে এসেছি। কারণ সেখানে তাদের সাথে অকল্পনীয় ব্যাপার ঘটছে। ইসরাইলি সৈন্যদের হাতে অকল্পনীয় জিনিস ঘটছে।”

লামা খাতের নামে মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি নারী জানান, তাকে চোখ বেঁধে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

প্রতিবেদনে অন্য একজন মুক্তিপ্রাপ্ত নারী বন্দীর কথা উল্লেখ করে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হাতে ১৫ জনেরও বেশি ফিলিস্তিনি নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ইসরাইলি সেনারা তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল। 

নারীবাদী সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার সেনারা এমনকি অপহরণকারীদের মুক্তির পরও তাদের ব্ল্যাকমেইল করার জন্য ধর্ষণের ভিডিও টেপ রেখে দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে- এমনকি ফিলিস্তিনি পুরুষ বন্দীরাও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 

‘ফ্রিড প্রিজনার্স’-এর নেতা রামজি আল-আব্বাসি বলেন, “ইসরাইলি কারাগারের পরিস্থিতি ভয়াবহ। বন্দীদের লাঞ্ছিত করা হয়। প্রতিনিয়ত তাদের মারধর করা হয়। তারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। তারা ধর্ষিত হচ্ছে।”#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ