২৪ ঘণ্টায় ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯ সামরিক যানে আঘাত; বহু সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i131722-২৪_ঘণ্টায়_ইসরাইলের_ট্যাঙ্কসহ_২৯_সামরিক_যানে_আঘাত_বহু_সেনা_নিহত
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত হেনেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২৩ ২০:৪৮ Asia/Dhaka
  • ২৪ ঘণ্টায় ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯ সামরিক যানে আঘাত; বহু সেনা নিহত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলের ট্যাঙ্কসহ ২৯টি সামরিক যানে আঘাত হেনেছে।

হামলার ফলে এসব সামরিক যান ধ্বংস অথবা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাস্সাম ব্রিগেড। এছাড়া উত্তর গাজার জাবালিয়ায় একটি ট্যাঙ্কেও ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে আঘাত হানা হয়েছে।

এদিকে, কাস্সাম ব্রিগেডের যোদ্ধারা নতুন করে ইহুদিবাদী সেনাদের লক্ষ্য করে খুব কাছ থেকে হামলা করেছে। এর ফলে ইসরাইলের বেশ কয়েক জন সেনার মৃত্যু হয়েছে।

এছাড়া গাজার যেসব পয়েন্টে ইসরাইলি সেনারা অবস্থান নিয়েছে সেগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যেও হামলা চালানো হয়েছে।

কাস্সাম ব্রিগেড আরেক ঘোষণায় বলেছে, টানেল ব্যবহার করে বেইত হানুন এলাকায় একটি সফল অভিযান সম্পন্ন করা হয়েছে। সেখানে ইহুদিবাদী সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালানোর পলে বেশ কয়েক জন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।