বন্দী ফিলিস্তিনিদের 'জ্যান্ত কবর' দেয়ার আহ্বান জানালেন জেরুজালেমের মেয়র
https://parstoday.ir/bn/news/west_asia-i131884-বন্দী_ফিলিস্তিনিদের_'জ্যান্ত_কবর'_দেয়ার_আহ্বান_জানালেন_জেরুজালেমের_মেয়র
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম শহরের ডেপুটি মেয়র ইৎজাক কিং ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের জীবিত কবর দেয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৮:৫৩ Asia/Dhaka
  • বন্দী ফিলিস্তিনিদের 'জ্যান্ত কবর' দেয়ার আহ্বান জানালেন জেরুজালেমের মেয়র

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম শহরের ডেপুটি মেয়র ইৎজাক কিং ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের জীবিত কবর দেয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘৃণ্য ও বর্বর আহ্বান জানান। তিনি ইসরাইলের সন্ত্রাসী সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা থেকে যুদ্ধের সময় যে শত শত মানুষকে আটক করা হয়েছে সেগুলোকে জীবিত কবর দিতে হবে।

গাজা উপত্যকা থেকে দখলদার সেনারা সম্প্রতি যেসব ফিলিস্তিনিকে আটক করে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তার ওপর বসিয়ে রাখার যে ছবি প্রকাশ করেছে তাদের কথা উল্লেখ করে এক্স পেইজের ওই পোস্টে কিং তার ভাষায় বলেন, “সেনাবাহিনীর উচিৎ দ্রুত এই মুসলিম নাৎসিবাদীদের নির্মূল করা।”

কিং আরো বলেন, "যদি এটা আমার ওপর ছেড়ে দেয়া হতো তাহলে আমি ডি-নাইন বুলডোজার পাঠিয়ে ময়লার ঢিবির পিছনে রেখে দিতাম এবং যতক্ষণ তারা বেঁচে থাকে ততক্ষণ এই শত শত পিঁপড়াকে ঢেকে রাখার নির্দেশ দিতাম।" তবে এক্স-এর নিয়ম লঙ্ঘনের জন্য কিংয়ের এই পোস্ট মুছে ফেলা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।