দামেস্ক লক্ষ্য করে আগ্রাসন
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
সিরিয়ার রাজধানী দামেস্কে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের চালানো নতুন আগ্রাসন ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। গতকাল (রোববার) রাতে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই আগ্রাসন চালায়।
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদীরা রাত ১১টা ৫ মিনিটের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, এই হামলায় সামান্য কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ওপর আরেকটি আগ্রাসন চালিয়েছিল। তার এক সপ্তাহ আগে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়, যার কারণে বিমানবন্দরটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
গত সাত অক্টোবরের পর থেকে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। এর মধ্যেই সিরিয়ায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সিরিয়ায় কর্মরত ইরানের দুইজন শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। এ হামলার পর ইরান বলেছে- তারা এর প্রতিশোধ নেবে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।