ইসরাইলের মালকিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা; ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i131998
দখলদার ইসরাইলের মালকিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • ইসরাইলের মালকিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা; ব্যাপক ক্ষয়ক্ষতি

দখলদার ইসরাইলের মালকিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সংগঠনটি আজ (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, মালকিয়া সামরিক ঘাঁটিতে যথোপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর ফলে দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন ভূখণ্ড থেকে ইসরাইলের মালকিয়া সামরিক ঘাঁটি এবং সাহালুল হাওলা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের দাবি ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে।

গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলের উত্তরাঞ্চলের ইহুদি উপশহরগুলো প্রায় খালি হয়ে গেছে। অবশ্য হিজবুল্লাহরও একশ'র মতো প্রতিরোধ যোদ্ধা শাহাদাৎবরণ করেছেন।

পার্সটুডে/এসেএ/ ১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।