ইসরাইলের আরো ৮ সেনা নিহত, রয়েছেন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i132036-ইসরাইলের_আরো_৮_সেনা_নিহত_রয়েছেন_লেফটেন্যান্ট_কর্নেলসহ_৬_কর্মকর্তা
দখলদার ইসরাইলের বর্বর সেনারা গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে। গতকাল (মঙ্গলবার) একদিনেই ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে খোদ ইসরাইল। নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং চারজন মেজর রয়েছেন বলে জানিয়েছি ইসরাইল।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৩ ১৪:০৯ Asia/Dhaka
  • ইসরাইলের আরো ৮ সেনা নিহত, রয়েছেন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ কর্মকর্তা

দখলদার ইসরাইলের বর্বর সেনারা গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে। গতকাল (মঙ্গলবার) একদিনেই ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে খোদ ইসরাইল। নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং চারজন মেজর রয়েছেন বলে জানিয়েছি ইসরাইল।

দখলদার সেনাদের দেয়া খবরে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে ৩৫ বছর বয়স একজন লেফটেন্যান্ট কর্নেল, চারজন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছেন। বাকি দুইজন সার্জেন্ট পদমর্যাদার। নিহত দুই জন মেজর ইসরাইলের স্পেশাল রেসকিউ ট্যাক্টিক্যাল ইউনিটের সদস্য।

গতকাল ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ বলেছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ১০৫ জন দখলদার সেনা নিহত ও ৬০০ আহত হয়েছে। তবে নিহত ১০৫ জনের ভেতরে এই আটজনকে যোগ করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

গাজায় ইসরাইলি সেনাদের হতাহতের ব্যাপারে দখলদার সরকার অথবা সেখানকার সামরিক বাহিনী কখনো সঠিক সংখ্যা প্রকাশ করে না। সম্প্রতি ইসরাইলি দৈনিক ইয়েদিয়োত আহারোনোত কয়েক দিন আগে এক প্রতিবেদনে বলেছে, তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরাইলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।