'গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে': জাতিসংঘের কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i132124-'গাজার_অর্ধেক_জনসংখ্যা_অনাহারে'_জাতিসংঘের_কর্মকর্তা
জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকবলিত মানুষের অর্ধেকেই মারাত্মক অনাহারে রয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির উপ নির্বাহী পরিচালক কার্ল স্কাউ গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৭:০৮ Asia/Dhaka
  • গাজার অভুক্ত ও আহত মানুষ
    গাজার অভুক্ত ও আহত মানুষ

জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকবলিত মানুষের অর্ধেকেই মারাত্মক অনাহারে রয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির উপ নির্বাহী পরিচালক কার্ল স্কাউ গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, অত্যন্ত নির্মম বাস্তবতা হচ্ছে গাজার প্রতি দশ জন মানুষের ভেতরে ৯ জন যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছেন না। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি গাজা সফর করেছেন।

স্কাউ জানান, গাজায় যে সাত দিন যুদ্ধবিরতি ছিল তখন বিশ্ব খাদ্য কর্মসূচি সেখানে খাদ্যসামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেটা আর করা সম্ভব হয়নি।

গাজার এই মানবিক বিপর্যয়ের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি হলে বিশ্ব খাদ্য কর্মসূচি আবার গাজা উপত্যকায় খাদ্যদ্রব্য বিতরণ শুরু করতে পারবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের গণহত্যায় এ পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জন শহীদ এবং ৫১ হাজার মানুষ আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।