গাজায় ইসরাইলের সমস্ত অপরাধযজ্ঞের দায়-দায়িত্ব আমেরিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i132278-গাজায়_ইসরাইলের_সমস্ত_অপরাধযজ্ঞের_দায়_দায়িত্ব_আমেরিকার
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে ভয়াবহ বর্বরতা ও নারকীয় তাণ্ডব চালাচ্ছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আমেরিকার কাঁধে বর্তায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৪:১৩ Asia/Dhaka
  • আমির সাঈদ ইরাভানি
    আমির সাঈদ ইরাভানি

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা যে ভয়াবহ বর্বরতা ও নারকীয় তাণ্ডব চালাচ্ছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আমেরিকার কাঁধে বর্তায়।

গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ইসরাইলের প্রতি মার্কিন সরকারের লাগামহীন সমর্থনেরও কঠোর সমালোচনা করেন ইরানের এ কূটনীতিক।

ইরাভানি বলেন, “আমেরিকার সম্মতি ছাড়া গাজায় ইহুদিবাদী ইসরাইল কখনো কোনো অপরাধযজ্ঞ চালাতে পারে না। ইসরাইলের প্রতি আমেরিকার পক্ষ থেকে সর্বাত্মকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সমর্থন রয়েছে। এর পাশাপাশি ইসরাইলের অপরধযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য মার্কিনিরা দখলদার বাহিনীকে সহযোগিতা দিয়ে থাকে।”

ইরানি কূটনীতিক বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখন গাজা যুদ্ধ অবসানের জন্য প্রস্তাব তোলা হয়েছে তখন তার বিরোধিতা করেছে আমেরিকা এবং সেই প্রস্তাবে ভেটো  দিয়েছে তারা। আমেরিকার ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানেরে স্থায়ী প্রতিনিধি বলেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে আমেরিকা মূলত জাতিসংঘ সনদের ৯৯ নম্বর ধারা কার্যকর করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।