হামলা হয়েছে ইসরাইলের এইলাত বন্দরেও
ইসরাইলগামী জাহাজে আবার হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী
-
ইয়েমেনি সেনাবাহিনীর প্যারেডের ফাইল ফটো
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনী ইসরাইলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে। একইসঙ্গে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নির্বিচার গণহত্যার প্রতিবাদে এসব পদক্ষেপ নিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনী মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী ‘এমএসসি ইউনাইটেড’ নামক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।” বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকরা তিন বার ইয়েমেনের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করার পর ওই হামলা চালানো হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, তারা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের পাশাপাশি এই দখলদার শক্তির অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের ওপর ইসিরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের স্বার্থে আঘাত হেনে যাবে ইয়েমেন।
গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
ওই টাস্ক ফোর্স প্রত্যাখান করে ইয়েমেন বলেছে, দেশটির স্বার্থে কোনো ধরনের আঘাত আসলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে। এরইমধ্যে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়েমেনের ২০ হাজার নাগরিক তাদের নাম তালিকাভুক্ত করেছেন। #
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।