হিজবুল্লাহর অঙ্গীকার
হামাস নেতার হত্যাকাণ্ড বিনা শাস্তিতে পার পাবে না
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপ-প্রধান সালেহ আল আরুরির হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিতভাবেই বিনা শাস্তিতে পার পাবে না।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলার সাহায্যে ইহুদিবাদী সেনারা হামাস নেতা সালেহ আল-আরুরিকে শহীদ করে। এরপর হিজবুল্লাহ এক বিবৃতির মাধ্যমে এই অঙ্গীকার ব্যক্ত করে।
ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর চালানো ওই হামলায় মোট ছয় ব্যক্তি শহীদ হন যার মধ্যে হামাসের আরো দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন বলে জানা গেছে। সালেহ আল-আরুরি বৈরুতে অবস্থান করতেন এবং তিনি ছিলেন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান ।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, “আমাদের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা তাদের নীতির ওপরে অবিচল, গর্বিত ও আস্থাশীল রয়েছেন। আমাদের যোদ্ধারা তাদের প্রতিশ্রুতি পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। শত্রুর মোকাবেলায় তারা সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে।”
বিবৃতিতে হিজবুল্লাহ এই ঘৃণ্য হত্যাকাণ্ডকে লেবাননের সার্বভৌমত্বের ওপর বিপজ্জনক হামলা বলে উল্লেখ করেছেন। ইহুদিবাদী ইসরাইলি শত্রু ও আঞ্চলিক প্রতিরোধ অক্ষের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে এই হত্যাকাণ্ডের ঘটনাকে হিজবুল্লাহ বিপজ্জজনক ঘটনা বলে উল্লেখ করেছে।
হিজবুল্লাহ আরো বলেছে, দখলদার ইসরাইলিদের এই ঘৃণ্য অপরাধ শুধুমাত্র আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের বিশ্বাস বাড়াবে এবং বিজয় অর্জন ও ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত তাদের পদক্ষেপকে আরো দৃঢ় করবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩