ইসরাইলকে ট্যাংকের গোলা দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি
https://parstoday.ir/bn/news/west_asia-i133456-ইসরাইলকে_ট্যাংকের_গোলা_দেয়ার_কথা_বিবেচনা_করছে_জার্মানি
ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ (বুধবার) ভোররাতে ফিলিস্তিনের বিভিন্নন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি শহীদদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন ১৩ ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৪ ২০:৩৫ Asia/Dhaka
  • ইসরাইলকে ট্যাংকের গোলা দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি

ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ (বুধবার) ভোররাতে ফিলিস্তিনের বিভিন্নন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি শহীদদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন ১৩ ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আজ ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছে। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মধ্যেই দখলদার সেনাদেরকে ট্যাংকের গোলা দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি। দেশটির প্রভাবশালী ম্যাগাজিন ডের স্পিগেল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। গাজায় গণহত্যা শুরুর প্রথম থেকেই জার্মানি তেল আবিবকে সমর্থন দিয়ে আসছে।

খবরে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ইসরাইল কামানে ব্যবহারের জন্য ১২০ মিলিমিটার প্রস্থের ১০ হাজার গোলা সরবরাহের জন্য জার্মানিকে অনুরোধ করে। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ নীতিগতভাবে ইসরাইলের সাথে একমত হয়েছে এবং তারা দখলদার সরকারের অনুরোধ রক্ষা করবে।

জার্মানিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন প্রসর এরইমধ্যে জার্মান সরকারকে অকুন্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি ডের স্পিগেলকে বলেন, ৭ অক্টোবর থেকেই জার্মানি ইসরাইলের পাশে দ্ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে এবং তারা অকুন্ঠ সমর্থন প্রকাশ করেছে। ইসরাইল এজন্য জার্মানিকে ধন্যবাদ জানায়।

জার্মানি ছাড়াও নভেম্বর মাসে ইসরাইল আরো কয়েকটি সরকারকে অস্ত্র সরবরাহের অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত গতিতে দুই দফায় প্রায় ২৪ হাজার ট্যাংকের গোলা পাঠিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।