সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i133494-সিরিয়ায়_মার্কিন_ঘাঁটিতে_ফের_ইরাকের_প্রতিরোধ_যোদ্ধাদের_ড্রোন_হামলা
ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ায় অবস্থিত আমেরিকার হেমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৪ ১৯:২২ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা

ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ায় অবস্থিত আমেরিকার হেমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল আরো জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার একই সময়ে সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হল। এতে আরো বলা হয়েছে, আমেরিকার গুপ্তচর বৃত্তির আখড়া হিসাবে পরিচিত এই ঘাঁটি "কামেশলি" বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত এবং সেখান ইসরাইলের কর্মকর্তাদেরও উপস্থিতি রয়েছে।

ইরাকি সংবাদমাধ্যম ‘সাবরিন নিউজ' জানিয়েছে, গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন যুদ্ধ শুরুর পর হেমো ঘাঁটিতে এটি দ্বিতীয় হামলা। তবে মার্কিন অবস্থানে এই হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণ এখনো পাওয়া যায়নি।

এর আগেও ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ড্রোন ও রকেট হামলার মাধ্যমে সিরিয়ার পূর্ব ও উত্তর-পূর্বে এবং ইরাকের পশ্চিম ও উত্তরে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ ফ্রন্টের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের জন্য আমেরিকা দায়ী এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা মার্কিন অবস্থানে হামলা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।