আন্তর্জাতিক আদালতের রুলিং সত্ত্বেও গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i133832
ইসরাইলের দখলদার সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বোমাবর্ষণ জোরদার করেছে। গতকাল হেগের আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যা ঠেকানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়ার পরেও এই হামলা জোরদার করা হলো।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৪ ১৯:৪৬ Asia/Dhaka
  •  আন্তর্জাতিক আদালতের রুলিং সত্ত্বেও গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল

ইসরাইলের দখলদার সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বোমাবর্ষণ জোরদার করেছে। গতকাল হেগের আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যা ঠেকানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়ার পরেও এই হামলা জোরদার করা হলো।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা আজ (শনিবার) জানিয়েছে, গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলের মারাত্মক বিমান হামলার পর বহু আহত মানুষ আল-আকসা শহীদ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। ইসরাইলের ভয়াবহ বিমান হামলার মধ্যেও এই হাসপাতালটি সচল রয়েছে।

এদিকে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যার মধ্যে কয়েকজন নারী রয়েছেন। এর আগে আজ দিনের শুরুতে রাফা ক্রসিং সীমান্তের কাছে ইসরাইলের বিমান হামলায় অন্তত দুই ব্যক্তি শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন।

ওদিকে, খান ইউনুস শহরের ওপর আরেকটি হামলায় অন্তত ২৮ বেসামরিক ব্যক্তি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে- গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি শহীদ এবং ৩৭৭ জন আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেড আজ ঘোষণা করেছে যে, তারা ইসরাইলের একটি আর্মড পার্সোনাল ক্যারিয়ারের ওপর হামলা চালিয়েছে। হামলায় তারা ইয়াসিন ১০৫ এন্টি-আর্মর মিসাইল ব্যবহার করে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।