গাজা উপত্যকায় ইসরাইলের আরো ১ সেনা নিহত; মোট নিহত হলো ২২৫
(last modified Sun, 04 Feb 2024 07:32:56 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৩:৩২ Asia/Dhaka
  •  গাজা উপত্যকায় ইসরাইলের আরো ১ সেনা নিহত; মোট নিহত হলো ২২৫

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী আজ সকালে তাদের ইঞ্জিনিয়ারিং কোরের ওই সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে। ইসরাইলের স্বীকারোক্তি মতে- এ পর্যন্ত শুধুমাত্র গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মোট ২২৫ জন সেনা নিহত হয়েছে। 

ইসরাইলি বাহিনী জানিয়েছে, গতকাল (শনিবার) গাজায় যুদ্ধ করতে গিয়ে শিমন ইয়েহোশুয়া নামে এক সেনা নিহত হয়েছে। তবে ঠিক কোথায় নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। নিহত শিমন হারেল ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিল।

এর আগে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার খবর দিয়েছিল যে, তাদের একটি  হামলায় ইসরাইলের ১৫ সেনার নিশ্চিত মৃত্যু হয়েছে। কিন্তু ওই ঘটনার ব্যাপারে দখলদার সেনারা কোনো কিছু স্বীকার করেনি।

গাজা যুদ্ধ হওয়ার পর থেকে হামাসের হিসাব মতে- দুই হাজারের বেশি ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইল স্বীকার করেছে- ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরাইলের ৫২৫ জন সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।