আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাঈম কাসেম
https://parstoday.ir/bn/news/west_asia-i134118-আগ্রাসন_মোকাবেলার_জন্য_প্রস্তুত_হিজবুল্লাহ_নাঈম_কাসেম
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব নাঈম কাসেম ইহুদিবাদী ইসরাইলের হুমকি নাকচ করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরাইলের যেকোন আগ্রাসনের যথাযথ জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ২০:০২ Asia/Dhaka
  • আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাঈম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব নাঈম কাসেম ইহুদিবাদী ইসরাইলের হুমকি নাকচ করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরাইলের যেকোন আগ্রাসনের যথাযথ জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল রাজধানী বৈরুতে এক স্মরণ সভায় দেয়া বক্তৃতায় একথা বলেন হিজবুল্লাহর উপ মহাসচিব। এর আগে ইসরাইলের পক্ষ থেকে লেবাননে ব্যাপক ভিত্তিক হামলার হুমকি দেয়া হয়েছে।

স্মরণসভায় নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ গাজা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করেছে, একই সময়ে তারা দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লড়াই করেছে এবং লেবাননকে রক্ষা করেছে। এর মধ্যদিয়ে লেবাননের বিরুদ্ধে বৃহত্তর আগ্রাসন চালানোর বিষয়ে ইহুদিবাদী নেতাদের মনে যে আকাঙ্ক্ষা ছিল তার অবসান ঘটেছে।

শেখ নাঈম কাসেম আরো বলেন, ইহুদিবাদী নেতারা জানে যে হিজবুল্লাহ সবসময় প্রস্তুত আছে। প্রতিরোধ যোদ্ধারা উপযুক্ত সময়ের জন্য নিজেদের সক্ষমতা ধরে রেখেছে। উপযুক্ত সময় হচ্ছে ইসরাইল যখন তাদের আগ্রাসনের মাত্রা বাড়াবে তখন হিজবুল্লাহ তার বিরুদ্ধে লড়বে এবং সেটি হবে এখনকার সংঘাতের চেয়ে বৃহত্তর পরিসরে।

হিজবুল্লাহ যোদ্ধাদের সাহস এবং যুদ্ধ-প্রস্তুতির প্রশংসা করে শেখ নাঈম কাসেম বলেন, “এ বিষয়ে কেউ বাজি ধরে না যে, হুমকি বা আগ্রাসন আমাদের নিরুৎসাহিত করতে পারে বরং আমরা মোকাবেলা ও প্রতিরোধে কঠোর। আমরা প্রমাণ করেছি, আমরাই শ্রেষ্ঠ। ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকলে আমরা যথাযথ জবাব দেব।”#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।