ইসরাইলগামী জাহাজে বাধা দেয়ার ক্ষেত্রে ‘প্রকৃত বিজয়’ পেয়েছে ইয়েমেন: হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i134278-ইসরাইলগামী_জাহাজে_বাধা_দেয়ার_ক্ষেত্রে_প্রকৃত_বিজয়’_পেয়েছে_ইয়েমেন_হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগর হয়ে ইসরাইলগামী জাহাজ চলাচলে বাধা দেয়ার ক্ষেত্রে তার দেশ ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে। তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • ইসরাইলগামী জাহাজে বাধা দেয়ার ক্ষেত্রে ‘প্রকৃত বিজয়’ পেয়েছে ইয়েমেন: হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগর হয়ে ইসরাইলগামী জাহাজ চলাচলে বাধা দেয়ার ক্ষেত্রে তার দেশ ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে। তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

আল-হুথি বলেন, “লোহিত সাগর দিয়ে ইসরাইলগামী জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। আর শত্রু  ইসরাইলের একটি জাহাজও এখন আর লোহিত সাগর বা বাব আল-মান্দাব প্রণালিতে প্রবেশ করছে না। আর এটিই হচ্ছে প্রকৃত অর্জন এবং প্রকৃত বিজয়।”

গত বছরের অক্টোবর মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর নভেম্বর থেকে ইয়েমেনের হুথি-সমর্থিত সেনাবাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে। এরপর ডিসেম্বরের শেষ দিকে আমেরিকা ও ব্রিটেন ইসরাইলকে সাহায্য করতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালায়।

ইয়েমেনের হুথি নেতা গতরাতের ভাষণে আরো বলেন, “ইয়েমেনের হামলায় আমেরিকা ও ব্রিটেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই ওই দুই দেশ গাজা যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়।” মার্কিন যুদ্ধজাহাজে নিজেদের হামলার প্রতি ইঙ্গিত করে আল-হুথি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা তার রণতরীতে কারো হামলা প্রত্যক্ষ করেছে।”

তিনি বলেন, আমেরিকা, ইসরাইল ও ব্রিটেনের মালিকানাধীন এবং ইসরাইলগামী জাহাজ ছাড়া অন্য যেকোনো দেশের জাহাজ লোহিত সাগর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এক্ষেত্রে কেউ যেন আমেরিকার নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হয়।

আল-হুথি বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালানোর যে দাবি করেছে তা ডাহা মিথ্যা। তিনি বলেন, গাজা আগ্রাসনে ইসরাইলকে সহযোগিতা করতেই ইঙ্গো-মার্কিন বাহিনী এ যুদ্ধে জাড়িয়েছে।

ইয়েমেনের এই জনপ্রিয় নেতা বলেন, যতদিন গাজা উপত্যকায় রক্তগঙ্গা বইবে, সেখানকার বিধবা নারীদের চোখের পানি ঝরবে এবং ওই উপত্যকার এতিম শিশুদের কান্নার আওয়াজ শোনা যাবে ততদিন লোহিত সাগরে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কমব্যাট ড্রোনগুলো সক্রিয় থাকবে। হুথি বলেন, ইসরাইলগামী জাহাজ পাওয়া যাচ্ছে না বলে ইদানিং তাদের হামলার পরিমাণ কমে এসেছে।

আব্দুল-মালিক আল-হুথি এমন সময় ‘প্রকৃত বিজয়’ পরিভাষাটি ব্যবহার করলেন যখন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অসংখ্যবার হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন যদিও তার সে ঘোষণা এখন পর্যন্ত অধরা থেকে গেছে এবং এখন একথা প্রমাণিত যে, সামরিক উপায়ে হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জন করা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৯